Bangla Namta | Pen 009




প্রিয় বন্ধুরা ! 

ছোটবেলার নামতা পড়ার দিনগুলো মনে আছে ?  বাংলা অ আ ক খ এবং ইংরেজি A B C D পড়ার সাথে সাথে অঙ্কের নামতা পড়তে হত । একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, চারে বেদ, পাঁচে পঞ্চবাণ, ছ'য়ে ঋতু, সাতে সমুদ্র, আটে অষ্টবসু, ন'য়ে নবগ্রহ, দশে দিক ।

যখন পড়তাম তখন তো কিছুই বুঝতাম না। তারপর একটু বড় হয়ে বুঝলাম - ওওও তাইতো, চন্দ্র তো একটাই হয় আর পক্ষও তো দুটোই হয় । আর একটু বড় হয়ে বুঝলাম তিনে নেত্র, চারে বেদ, ছ'য়ে ঋতু, ন'য়ে নবগ্রহ এবং দশে দিক কাকে বলে বা কি জন্য বলে। কিন্তু পাঁচে পঞ্চবাণ, সাতে সমুদ্র এবং আটে অষ্টবসু বুঝতে অনেক বড় হতে হল। সহজে বোঝা গেল না।

এরকম করে এক থেকে দশ পর্যন্ত্য বোঝার পরও কিন্তু নামতা আমার পিছু ছাড়ল না। এবার মনে প্রশ্ন এল একে শুধু চন্দ্র কেন - আরও তো কিছু হয়। একে ঈশ্বরও তো হয়।  তেমনি, দুয়ে তিনে চারে পাঁচে - সবেতেই তো অনেক কিছু হয়। শুরু হল খোঁজা কিসে কিসে কি কি হয় । খুঁজতে খুঁজতে আজ পর্যন্ত্য যতটুকু আমার সংগ্রহে এসেছে সেগুলো আপনাদের ত্রিনেত্রে নিবেদন করার জন্য এই মোবাইলের কি বোর্ড ধারণ করলাম। আমার 'ফাউন্টেন পেন' এ সবটাই পোস্ট করে দেব। আপনাদের ভালো লাগলেই আমার আমার আনন্দ। এবার আসল কথা শুরু করা যাক।




এক এ : ঈশ্বর, পরমাত্মা, সূর্য, চন্দ্র

দুই এ :

দ্বি পক্ষ : শুক্ল পক্ষ, কৃষ্ণ পক্ষ
দ্বি বেলা : দিবা, রাত্রি
দ্বি সত্ত্বা : পুরুষ, প্রকৃতি
দ্বি মেরু : সুমেরু, কুমেরু
দ্বি মহাকাব্য : রামায়ণ, মহাভারত
দ্বি মহাকাব্য : ইলিয়াড, ওডিসি
দ্বি বিদ্যা : পরাবিদ্যা, অপরাবিদ্যা
দ্বি অসুর : মধু, কৈটভ
দ্বি দৈত্য : শুম্ভ, নিশুম্ভ
দ্বি দানব : সুন্দ, উপসুন্দ
দ্বি দ্বারপাল : জয়, বিজয়

তিন এ :

ত্রি নেত্র : বাম নেত্র, দক্ষিণ নেত্র, জ্ঞান নেত্র
ত্রি সন্ধ্যা : সকাল, দুপুর, সন্ধ্যা
ত্রি কাল : ভূত, ভবিষ্যৎ, বর্তমান
ত্রি কূল : পিতৃকূল, মাতৃকূল, শ্বশুরকূল
ত্রি দেব / ত্রি মূর্তি : ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর
ত্রি গুণ : সত্ত্ব, রজ, তমঃ
ত্রি দশা : পিতৃদশা, মাতৃদশা, গুরুদশা
ত্রি ভূবন : স্বর্গ, মর্ত্ত, পাতাল
ত্রি বেণী : গঙ্গা, যমুনা, সরস্বতী
ত্রি নাড়ী : ইড়া, পিঙ্গলা, সুষুম্না
ত্রি পাপ : অতিপাতিক, উপপাতিক, মহাপাতিক




চার এ :

চতুর্দিক : পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ
চতুর্কোণ : ঈশান, অগ্নি, নৈঋত, বায়ু
চতুর্বর্গ : ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র
চতুর্বেদ : ঋক, সাম, যজুঃ, অথর্ব
চতুরাশ্রম : ব্রহ্মচর্য্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস
চতুর্কর্ম : ধর্ম, অর্থ, কাম, মোক্ষ
চতুর্মাস : শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক
চতুর্যুগ : সত্য, ত্রেতা, দ্বাপর, কলি
চতুর্ধাম : বদ্রীনাথ, দ্বারকা, পুরী, রামেশ্বরম
চতুর্ধাম : কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী

পাঁচ এ :

পঞ্চ শস্য : ধান, যব, তিল, মুগ, মাষকলাই
পঞ্চ রত্ন : স্বর্ণ, হীরক, নীলমণি, পদ্মরাগ, মুক্তা
পঞ্চ রত্ন : স্বর্ণ, রৌপ্য, প্রবাল, মুক্তা, মণি
পঞ্চ গব্য : ঘৃত, দধি, দুগ্ধ, গোমূত্র, গোময়
পঞ্চামৃত : দধি, দুগ্ধ, ঘৃত, মধু, চিনি
পঞ্চ পল্লব :
     বৈদিক পূজা : আম, পাকুড়, বট, অশ্বত্থ, যজ্ঞ ডুমুর
     তান্ত্রিক পূজা : আম, কাঁঠাল, বট, বকুল, অশ্বত্থ
পঞ্চ বট : অশ্বত্থ, বট, বিল্ব, আমলকী, অশোক
পঞ্চ কষায় : কুল, বকুল, জাম, শিমুল, বেড়েলা
পঞ্চ গুঁড়ি : হলুদ গুঁড়ো, চাল গুঁড়ো, জবা/পলাশ ফুল
                  গুঁড়ো, পোড়া তুঁষ গুঁড়ো, বেল পাতা গুঁড়ো
                 - এই পাঁচটির মিশ্রণ
পঞ্চ কর্মেন্দ্রিয় : বাক, পাণি, পদ, পায়ু, উপস্থ
পঞ্চ জ্ঞানেন্দ্রিয় : চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক
পঞ্চ ভূত : ক্ষিতি, অপ, তেজ, মরূৎ, ব্যোম
পঞ্চ বাণ / পঞ্চ শর : 
    অশোক, শ্বেত পদ্ম, নীল পদ্ম, মল্লিকা, আম্র মঞ্জরী 
    অশোক, পদ্ম, আম্র, নব মল্লিকা, রক্তোৎপল 
    সম্মোহন, উন্মাদন, শোষণ, তাপন, স্তম্ভন 
পঞ্চ যজ্ঞ : ব্রহ্ম যজ্ঞ, পিতৃ যজ্ঞ, দেব যজ্ঞ
                ভূত যজ্ঞ, নৃ যজ্ঞ 
পঞ্চ পান্ডব : যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব 
পঞ্চ নদ / পঞ্চ অপ :
               শতদ্রু, বিপাশা, বিতস্তা, ইরাবতী, চন্দ্রভাগা
               শতলেজ, বিয়াস, ঝিলম, রাভী, চেনাব 
পঞ্চ সতী / পঞ্চ কন্যা : 
                  অহল্যা, দ্রৌপদী, কুন্তী, তারা, মন্দ্যোদরী
পঞ্চ কেদার : কেদারনাথ, মদমহেশ্বর, তুঙ্গনাথ
                     রুদ্রনাথ, কল্পেশ্বর
পঞ্চ নাথ : বদ্রীনাথ, রঙ্গনাথ, জগন্নাথ
                 দ্বারকানাথ, গোবর্ধননাথ 
পঞ্চ কাশী : কাশী, গুপ্তকাশী, উত্তরকাশী
                  দক্ষিণকাশী, শিবকাশী 
পঞ্চ সরোবর : বিন্দু সরোবর (সিদ্ধপুর)
                      নারায়ণ সরোবর (কচ্ছ)
                      পম্পা সরোবর (মহীশূর)
                      পুস্কর সরোবর (রাজস্থান)
                      মানস সরোবর (তিব্বত)



আজ এই পর্যন্ত্যই থাক।  পরের পোস্টে আবার হবে। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন - আশা করি। 

Comments

  1. স্যার অনেক কিছুই বুঝতে পারছি না, আপনার কাছে ক্লাস করতে হবে এই ব্যাপারে

    ReplyDelete
  2. Onek notun ki6u janlam sir... thank u....plzz ro arokhom ojana information jante chai

    ReplyDelete
  3. স্যার ৭ তে টা বলবেন প্লিজ🙏

    ReplyDelete
  4. Excellent information in one place, thanks

    ReplyDelete

Post a Comment

Popular Posts