Bangla Kobita | Pen 013
ভালো কর ঠাকুর ...
এ কোন ধাঁধায় ফেললে তুমি ওগো ভগবান
সবার মনে কেন এত মান আর অভিমান
সবার মনে কেন এত মান আর অভিমান
কোথায় গেল শিশুবেলার সেই সে সারল্য
বয়স হতেই হৃদয় জুড়ে 'আমি' র প্রাবল্য
বয়স হতেই হৃদয় জুড়ে 'আমি' র প্রাবল্য
কেউ জানে না কোন প্রাপ্তি করবে তাকে সুখী
অকারণে সবাই সবার রোষের মুখোমুখি
অকারণে সবাই সবার রোষের মুখোমুখি
শান্তি পেতে এবার বিচার কর নিজের প্রতি
ভালো কর ঠাকুর এবার নাশ কর দুর্গতি
ভালো কর ঠাকুর এবার নাশ কর দুর্গতি
Comments
Post a Comment