Bangla Kobita | Pen 012
তবুও স্বপ্ন দেখে ...
স্বপ্নের মৃত্যু দেখি দিগন্তময়
আমাদের দিগন্ত নিজেই বড় ছোট
ধীর .. অতি ধীর লয়ে একটু একটু করে
তবু সেথা স্বপ্ন গড়ে ওঠে
লহমায় মৃত্যু তার যে সে কথা নয়
ধীর .. অতি ধীর লয়ে একটু একটু করে
তবু সেথা স্বপ্ন গড়ে ওঠে
লহমায় মৃত্যু তার যে সে কথা নয়
নিঃশব্দ হাহাকারে আজ চরাচর
একাই ফুঁপিয়ে কাঁদে - কেউ নেই তার
কেউ নেই বোঝাবার
কিভাবে ফুলের কুঁড়ি ফুল হয়ে হাসে
কিভাবে জ্যোৎস্না আনে রাতে সুসময়
একাই ফুঁপিয়ে কাঁদে - কেউ নেই তার
কেউ নেই বোঝাবার
কিভাবে ফুলের কুঁড়ি ফুল হয়ে হাসে
কিভাবে জ্যোৎস্না আনে রাতে সুসময়
অহংকারের স্থান মানুষের মন
সময় কখনো তারে করে না তো ক্ষমা
স্পর্ধার ঢল নামে
জীবনে রঙের ছোঁয়া ফিকে হয়ে যায়
মৃত নগরীতে বাঁচে জয় পরাজয়
সময় কখনো তারে করে না তো ক্ষমা
স্পর্ধার ঢল নামে
জীবনে রঙের ছোঁয়া ফিকে হয়ে যায়
মৃত নগরীতে বাঁচে জয় পরাজয়
জীবন যেমন চলে জীবনের মত
কার তাতে কি বা আসে যায়
কেবল পাগল কিছু তবুও ক্লান্তিহীন
ভবিষ্যতের বোঝা বয়
তবুও স্বপ্ন দেখে দিগন্তময় ...
কার তাতে কি বা আসে যায়
কেবল পাগল কিছু তবুও ক্লান্তিহীন
ভবিষ্যতের বোঝা বয়
তবুও স্বপ্ন দেখে দিগন্তময় ...
Comments
Post a Comment