Bangla Kobita | Pen 014
কোনও মতে বেঁচে আছি ...
কোনও মতে বেঁচে আছি - অসুখে অনিদ্রায়
কোনও মতে টিকে আছি - পৃথিবীর এক কোনে
নিরাশা হতাশার অনন্ত শয্যায় ।
কোনও মতে টিকে আছি - পৃথিবীর এক কোনে
নিরাশা হতাশার অনন্ত শয্যায় ।
পৃথিবী কি নিরাপদ ছিল কোনদিন কারও আছে ?
তা যদি না হয় তবে আজই বা তা ভাবি কেন
আজই বা ভালবাসা আশা করি কেন
অক্ষম অনিচ্ছুক মানুষের কাছে ?
তা যদি না হয় তবে আজই বা তা ভাবি কেন
আজই বা ভালবাসা আশা করি কেন
অক্ষম অনিচ্ছুক মানুষের কাছে ?
সময়ের পথে পথে নীতিকথা পড়ে আছে কত !
কি লাভ হয়েছে তাতে
আমার তোমার বা ধূসরিত এই পৃথিবীর
কুরুক্ষেত্র থেকে কখনও কি সরে গেছে কেউ
মতি যাঁর চঞ্চল অথবা মতিতে যিনি স্থির ?
কি লাভ হয়েছে তাতে
আমার তোমার বা ধূসরিত এই পৃথিবীর
কুরুক্ষেত্র থেকে কখনও কি সরে গেছে কেউ
মতি যাঁর চঞ্চল অথবা মতিতে যিনি স্থির ?
কুরুক্ষেত্র আজও বেঁচে আছে
প্রতিটি মানুষের দেহে, মনে, জীবনে
আমরা তার যোদ্ধারা সকলেই আহত বা মৃত
যিনিই পরাজিত হোন - যিনিই বা বিজিত ।
প্রতিটি মানুষের দেহে, মনে, জীবনে
আমরা তার যোদ্ধারা সকলেই আহত বা মৃত
যিনিই পরাজিত হোন - যিনিই বা বিজিত ।
এটুকু প্রলেপ দিয়ে অজস্র ক্ষতস্থানে
কোনও মতে টিকে আছি - পৃথিবীর এক কোনে
এইটুকু আশা নিয়ে - কোনও ভাবে যদি বেঁচে যাই
মৃত মনে শুধু এক খন্ড স্বপ্ন নিয়ে -
কোনও মতে বেঁচে আছি - অসুখে অনিদ্রায় ।।
কোনও মতে টিকে আছি - পৃথিবীর এক কোনে
এইটুকু আশা নিয়ে - কোনও ভাবে যদি বেঁচে যাই
মৃত মনে শুধু এক খন্ড স্বপ্ন নিয়ে -
কোনও মতে বেঁচে আছি - অসুখে অনিদ্রায় ।।
(১৩.০১.২০১৩ তে লেখা)
This comment has been removed by the author.
ReplyDeleteসত্য যুগের আশায়...
ReplyDeleteদিন গুনিতেছি মোরা
লাগিয়ে প্রলেপ ক্ষতস্থানে
বেঁচে আছি আশার গানে
কখন আসিবেন তিনি
গণ উতদ্ধারণে।।