Bangla Kobita | Pen 004

আমাদের এখানে ...

এখানে কেউ কারো পাশে নেই
এখানে সকলেই একা
এখানে কেউ কারো চেনা নয়
অথচ দু'বেলাই দেখা

এখানে কেউ কারো তরে নয়
বিপদ যদিও ঘরে ঘরে
দুঃখকে সুখ মনে করে
সকলেই কোনমতে দিনপাত করে



Comments

Popular Posts