Bangla Kobita | Pen 005
হুমম্ না হুমম্ না হুহুম না রে হুহুম না
এসব কথা বলে তো আজ পালকি কোথাও চলে না
সন্ধ্যা হলেই ভূতেরা সব গাছ থেকে আর নামে না
গভীর রাতে মামদো ভূতের চোখগুলো আর জ্বলে না
এসব কথা বলে তো আজ পালকি কোথাও চলে না
সন্ধ্যা হলেই ভূতেরা সব গাছ থেকে আর নামে না
গভীর রাতে মামদো ভূতের চোখগুলো আর জ্বলে না
হুমম্ না হুমম্ না হুহুম না রে হুহুম না
ব্যঙ্গমা আর ব্যঙ্গমীরা গল্প তো আর বলে না
পক্ষীরাজের ঘোড়ায় চড়ে রাজপুত্তুর আসে না
হারিয়ে গেছে কল্পনা তাই গা ছমছম করে না
হুমম্ না হুমম্ না হুহুম না রে হুহুম না
চৈত্র বোশেখ মাসে তো আর কালবোশেখী আসে না
ক্যালেন্ডারের দুগগা পুজো শরৎ রোদ আর পায় না
হেমন্ত মিশেছে শীতে বসন্ত গান গায় না
হুমম্ না হুমম্ না হুহুম না রে হুহুম না
সভ্যতা বা সংস্কৃতি এসব কোনও ব্যাপার না
যাচ্ছি না যাব না স্কুল কলেজে যাব না
যদি বা যাই সঠিক পথে লেখাপড়া করব না
হুমম্ না হুমম্ না হুহুম না রে হুহুম না
মানছি না মানব না কারুর কথা মানব না
আমিই জানি সবকিছু তাই তোমার কথা শুনব না
জীবন কি আর মরণ বা কি এসব কিছুই বুঝবো না
হুমম্ না হুমম্ না হুহুম না রে হুহুম না
আমার স্বার্থ ক্ষুন্ন করে কিছুই করা চলবে না
স্বার্থ পিতা স্বার্থ মাতা স্বার্থ ছাড়া কিচ্ছু না
শ্রদ্ধা স্নেহ ভালোবাসা সবকিছু আজ ফেলনা
হুমম্ না হুমম্ না হুহুম না রে হুহুম না
মন পাখি তুই শোনরে কথা ভুল পথে আর যাস না
একটি জীবন দিন কয়েকের একটু হিসাব রাখ না
যাবার বেলায় কাঁদুক সবাই এইটুকু কি চাস না ?
পুনশ্চ :
ভালো লাগলে ছোট্ট করে একটু শেয়ার করুন না
সাবস্ক্রাইব টা আরও সোজা পরখ করেই দেখুন না
শেষ দুটো লাইন মজা করে লিখে ফেললাম। তাই বলে আমার কথা শুনে কিছু করে ফেলবেন না যেন। নিজের বিবেক অনুযায়ী কাজ করবেন।
অশোক দে
Comments
Post a Comment