Bangla Kobita | Pen 006



হে ঠাকুর

আমার কাছে আমার জীবন সবটাই তো বোঝা
কি ক্ষমতা আছে আমার তোমার লীলা বোঝা

কি ক্ষমতা আছে আমার তোমার চরণ ধরি
তুমিই প্রণাম করাও বলে তোমায় প্রণাম করি

তোমার প্রতি আমার ভক্তি সে তোমারই দান
অভক্তি তোমার প্রতি তোমারই বরদান

ভালোবাসি যদি তোমায় সে তোমারই দয়া
ভালো না বাসার ভুল সেও তোমার দেওয়া

তোমার প্রতি আমার প্রেম তোমার কাছেই শেখা
তুমি না শেখাও যদি প্রেম হবেনা শেখা

তোমার তৈরী জগৎ দেখি তোমার দেওয়া চোখে
তোমার লীলা অবলীলায় দেখি নয়ন মুদে

তুমিই দিলে মানব জনম তাইতো তোমায় ভাবি
তোমার কাছেই আছে আমার মুক্তি পাওয়ার চাবি

তোমার দেওয়া বিবেক দিয়ে তোমাকেই জানাই
তোমায় পাওয়া ছাড়া আমার পাওয়ার কিছুই নাই

২৯.০৪.১৭ তে এটি লেখা হয়েছে


Comments

Popular Posts