Bangla Namta | Pen 010






প্রিয় বন্ধুরা !

এর আগের পোস্টে বাংলা নামতা সম্পর্কে দু একটা কথা আলোচনা করেছিলাম এবং এক থেকে পাঁচ পর্যন্ত্য নামতা লিখেছিলাম। আজ আর সময় নষ্ট না করে ছয় থেকে দশ পর্যন্ত্য নামতা লিখে ফেলি আসুন।

ছয় এ :

ষড় ঋতু :
গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত

ষড় রিপু :
কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য্য

ষট চক্র :
মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর
অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা

ষড় বেদাঙ্গ :
শিক্ষা, কল্প, নিরুক্ত, ছন্দ, ব্যাকরণ, জ্যোতিষ

ষড় দর্শন :
ন্যায়, বৈশেষিক, সাংখ্য
পাতঞ্জল, মীমাংসা, ভাগবত




সাত এ :

সপ্ত বর্ণ / সাত রঙ :
আসমানী, সবুজ, হলুদ
বেগুনি, নীল, কমলা, লাল

সপ্ত সিন্ধু / সপ্ত নদী :
গঙ্গা, যমুনা, সরস্বতী, গোদাবরী
নর্মদা, কাবেরী, সিন্ধু

সপ্ত গঙ্গা :
ভাগীরথী, বুড়ি গঙ্গা, কালিন্দী
সরস্বতী, কাবেরী, নর্মদা, বেণী

সপ্ত ক্ষেত্র :
কুরুক্ষেত্র (হরিয়ানা), হরিহরক্ষেত্র (শোনপুর)
প্রভাসক্ষেত্র (গুজরাত), রেনুকাক্ষেত্র (মথুরা)
ভৃগুক্ষেত্র (ভারুচ), সুকরক্ষেত্র (শারোঁ)
পুরুষোত্তমক্ষেত্র (পুরী)

সপ্ত ঋষি :
মরিচী, অত্রি, অঙ্গিরা
পুলস্ত, পুলহ, ক্রতু, বশিষ্ঠ

সপ্ত রথী :
জয়দ্রথ, দ্রোণাচার্য্য, কৃপাচার্য্য
দুর্যোধন, দুঃশাসন, কর্ণ, শল্য, শকুনি

সপ্ত পাতাল :
তল, অতল, বিতল, সুতল
মহাতল, তলাতল, রসাতল

সপ্ত বদ্রী :
বদ্রীনাথ, আদিবদ্রী, বৃদ্ধবদ্রী
ভবিষ্যবদ্রী, যোগবদ্রী, নৃসিংহবদ্রী
আদিবদ্রী (থলিঙ্গ মঠ, তিব্বত)

সপ্ত সরস্বতী :
সুপ্রভা (পুস্কর), বিশালা (গয়া)
কাঞ্চনাক্ষী (নৈমিষ), ভোগবতী (কুরুক্ষেত্র)
মনোরমা (উত্তর কোশল), সুরেণু (হরিদ্বার)
বিমলোদকা (হিমালয়)
  
সপ্ত পুরী :
বারাণসী, কাঞ্চী, হরিদ্বার, অযোধ্যা
দ্বারকা, মথুরা, অবন্তি (উজ্জয়নী)

সপ্ত দ্বীপ :
জম্বু, প্লক্ষ, শাল্মলী, কুশ
ক্রৌঞ্চ, শাক, পুস্কর

সপ্ত লোক :
ভূঃ, ভূবঃ, স্বঃ, মহঃ, জনঃ, তপঃ, সত্য

সপ্ত সমুদ্র :
লবণ, ইক্ষুরস, সুরা, ঘৃত
দধি, ক্ষীর, স্বাদুদক

সপ্ত কান্ড রামায়ণ :
আদি কান্ড, অযোধ্যা কান্ড, অরণ্য কান্ড
কিষ্কিন্ধা কান্ড, সুন্দর কান্ড
লঙ্কা কান্ড, উত্তর কান্ড




আট এ :

অষ্ট বসু :
ধর, ধ্রুব, সোম, অনিল
অনল, প্রত্যুষ, প্রভাস, দ্যু

অষ্ট দিকপাল :
ইন্দ্র, বহ্নি, যম, নৈঋত
বরুণ, মরুৎ, কুবের, ঈশান

অষ্ট নাগ :
অনন্ত, বাসুকী, পদ্ম, মহাপদ্ম
তক্ষক, কুলীর, কর্কট, শঙ্খ

অষ্ট নায়িকা :
মঙ্গলা, বিজয়া, ভদ্রা, জয়ন্তী
অপরাজিতা, নন্দিনী, নারসিংহী, কৌমারী

অষ্টাঙ্গ যোগ :
যম, নিয়ম, আসন, প্রাণায়াম
প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি

অষ্ট সিদ্ধি :
অণিমা, মহিমা, লঘিমা, প্রাপ্তি, প্রাকাম্য
ঈশিত্ব, বশিত্ব, কামবসায়িত্ব

অষ্ট সখী :
ললিতা, বিশাখা, চিত্রা, ইন্দুরেখা
চম্পকলতা, রাঙ্গাদেবী, তুঙ্গবিদ্যা, সুদেবী



নয় এ :

নব গ্রহ (প্রাচীন ভারতীয় নবগ্রহ স্তোত্রানুসারে) :
সূর্য, চন্দ্র, বুধ, শুক্র, মঙ্গল
বৃহস্পতি, শনি, রাহু, কেতু

নব পত্রিকা :
রম্ভা, কচু, হরিদ্রা, বিল্ব, মানকচু
অশোক, জয়ন্তী, ধান্য, দাড়িম্ব

নব দুর্গা :
শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘন্টা
কুস্মান্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী
কালরাত্রি, মহাগৌরী, সিদ্ধিদাত্রী

নব অরণ্য :
দন্ডকারণ্য, সৈন্ধবারণ্য, পুস্করারণ্য
নৈমিষারণ্য, কুরুজাঙ্গাল, উৎকল বর্তকারণ্য
জম্বুমার্গ, হিমবদরারণ্য, অর্বুদারণ্য

নব রত্ন :
মুক্তা, মাণিক্য, বৈদূর্য্য মণি, গোমেদ, হীরক
বিক্রম মণি, পদ্মরাগ, মরকত, নীলমণি

নব রত্ন সভা : রাজা বিক্রমাদিত্য
কালিদাস, বেতাল ভট্ট, অমর সিংহ, বরাহ মিহির
ধন্বন্তরী, ঘটকর্পর, ক্ষপণক, বররুচি, শঙ্কু

নব রত্ন সভা : সম্রাট আকবর
আবুল ফজল, আব্দুল রহিম খান, বীরবল
ফইজি, রাজা মান সিং, ফকির আজিওদ্দিন
মোল্লা দো পিয়াজা, তানসেন, টোডরমল




দশ এ :

দশ দিক :
পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ
ঈশান, অগ্নি, নৈঋত, বায়ু, উর্দ্ধ, অধঃ

দশ অবতার :
মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ, বামন
পরশুরাম, রাম, বলরাম, কৃষ্ণ, কল্কি

দশ মহাবিদ্যা :
কালী, তারা, ষোড়শী, ভূবনেশ্বরী, ভৈরবী
ছিন্নমস্তা, ধূমাবতী, বগলামুখী, মাতঙ্গী, কমলা

দশ নামী সন্ন্যাসী সম্প্রদায় :
গিরি, পুরী, ভারতী, সরস্বতী, বন
অরণ্য, পর্বত, সাগর, তীর্থ, আশ্রম

দশ স্ত্রী ধর্মের :
কীর্তি, লক্ষ্মী, ধৃত, মেধা, পুষ্টি
শ্রদ্ধা, ক্রিয়া, বুদ্ধি, লজ্জা, মতি




Please Subscribe and Share

Comments

Popular Posts