Bangla Kobita | Pen 016
নীলাকাশে নীল ...
আমি নীলাকাশে নীল হতে চাই
আমি পৃথিবীর মাটি ছেড়ে
দূষিত বাতাস ছেড়ে
গগনে বিলীন হতে চাই
কেউ কি জানাতে পারো
কিভাবে যে নীল খুঁজে পাই
আমি পৃথিবীর মাটি ছেড়ে
দূষিত বাতাস ছেড়ে
গগনে বিলীন হতে চাই
কেউ কি জানাতে পারো
কিভাবে যে নীল খুঁজে পাই
আমি নীলাকাশে নীল হতে চাই
আমি ভাল বাসা ছেড়ে
ভুল ভালোবাসা ছেড়ে
সসীমে অসীম হতে চাই
হায় ...
এখনো জানি না আমি
অসীমের সীমারেখাটাই
আমি ভাল বাসা ছেড়ে
ভুল ভালোবাসা ছেড়ে
সসীমে অসীম হতে চাই
হায় ...
এখনো জানি না আমি
অসীমের সীমারেখাটাই
আমি নীলাকাশে নীল হতে চাই
স্বার্থ হানাহানি ছেড়ে
নীরব দীনতা ছেড়ে
অমৃতের স্বাদ পেতে চাই
হায় ...
বুঝিনা এখনো আমি
সময়ের কোন বাঁকে
জীবনের মানে খুঁজে পাই
স্বার্থ হানাহানি ছেড়ে
নীরব দীনতা ছেড়ে
অমৃতের স্বাদ পেতে চাই
হায় ...
বুঝিনা এখনো আমি
সময়ের কোন বাঁকে
জীবনের মানে খুঁজে পাই
আমি নীলাকাশে নীল হতে চাই ...
Please Share and Subscribe.
Khub bhalo laglo sir...:-) 💐
ReplyDelete