Amarkantak | Pen 022


অমরকন্টক

প্রিয় বন্ধুরা !

অনেক দিন পর আবার এলাম ফিরে - আপনাদের কাছে। গত বছর জুন মাসে এই ব্লগে লেখা শুরু করেছিলাম। মাস তিনেক এ একুশটা পোস্ট লেখার পর আমার শরীর খুব খারাপ হয়ে গিয়েছিল কোনো এক সময় একটা হার্ট এ্যাটাক হয়েছিল যদিও আমি নিজে তেমন ভাবে যন্ত্রণা বুঝতে পারিনি। পরীক্ষা নিরীক্ষা করে জানা গেছে আমার হার্টে ব্লক আছে। ওষুধ খেয়ে যাচ্ছি এবং খেয়ে যেতে হবে। জীবন যাপনে অনেক পরিবর্তন আনতে হয়েছে।  যাইহোক, এইসব অসুস্থতা ও ক্লান্তির কারণে আমার সমস্ত গঠনমূলক কাজকর্ম বন্ধ হয়ে গিয়েছিল। অনেকদিন ধরে শুধু অকর্মণ্য ভাবে শুয়ে থাকা ছাড়া কাজের কাজ কিছু করতে পারিনি।

এখন শরীর এবং মন - দু দিক থেকেই নিজেকে অনেকটা রিকভার করে নিয়েছি। তাই ভাবলাম ফিরে যাই আরেকবার বন্ধুদের কাছে। দেখি আবার ওঁদের সাড়া পাই কিনা। আগের মত সাড়া পাওয়ার আশায় এখন থেকে এই ব্লগে আমি ধারাবাহিক ভ্রমণ কাহিনী লেখার চেষ্টা করব।

প্রথম কাহিনী - অমরকন্টক


শ্রীযুক্ত শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রীর লেখা তপোভূমি নর্মদা নামক বইটার কথা আমি জানতে পেরেছিলাম এক বন্ধুর কাছে ২০০৫ সালে। কিন্তু কেনা বা পড়া আর হয়ে ওঠেনি। অনেকদিন - মানে প্রায় এগারো বছর পর - ২০১৬ সালের জানুয়ারি মাসে হঠাৎ করেই বইটা কেনা হয়ে গেল। পড়াও শুরু হয়ে গেল। এবার যতই এটা পড়তে লাগলাম ততই যেন গোগ্রাসে গিলতে শুরু করলাম। শরীর মন সব পাগল পাগল করতে লাগলো। একটা বই যে মানুষের জীবনকে এতটা প্রভাবান্বিত করতে পারে তা আমার সুদূর কল্পনাতেও ছিল না।

নর্মদা নদীর নাম আমি আগে থেকেই জানতাম। এক রকম নয় - তিন রকম ভাবে জানতাম। প্রথম হচ্ছে সংস্কৃত সাহিত্যের সেই বিখ্যাত জল আবাহনী মন্ত্র যেখানে গঙ্গা, যমুনা, গোদাবরী, সরস্বতী, নর্মদা, সিন্ধু ও কাবেরী - ভারতবর্ষের এই সাতটি পূণ্যতোয়া নদীকে পূজারী তাঁর পূজার জল কুন্ডে এসে অধিষ্ঠান করার জন্য আহ্বান জানাচ্ছেন -

ওঁ গঙ্গেচ যমুনেচৈব গোদাবরি সরস্বতি
নর্মদে সিন্ধু কাবেরি জলেহয়স্মিন্ সন্নিধিং কুরু ।

দ্বিতীয় যে কারণে নর্মদাকে জানতাম তা হল ভূগোল। নর্মদা মধ্যপ্রদেশের মেকল পাহাড় থেকে উদ্ভূত এক পশ্চিম বাহিনী নদী। এই নদীর যাত্রাপথ প্রায় ৮০০ মাইল বা ১৩০০ কিলোমিটার। ১৩০০ কিলোমিটার পশ্চিমে বয়ে গিয়ে গুজরাটের ভারুচ শহর থেকে ৩০ কিলোমিটার দূরে নর্মদা আরব সাগরে মিশেছে। এই দীর্ঘ যাত্রাপথে নর্মদা উত্তর দক্ষিণ দু দিকে দুটো পর্বতমালার মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে। উত্তরে বিন্ধ্য পর্বতমালা এবং দক্ষিণে সাতপুরা পর্বতমালা।

তৃতীয় যে কারণে নর্মদার নাম জানতাম সেটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং। নর্মদা নদীর ওপর অন্ততঃ তিনটে ড্যাম বা বাঁধ আছে। প্রথমটি বার্গি ড্যাম, দ্বিতীয় ইন্দিরা সাগর ড্যাম এবং তৃতীয়টি হল ভারত তথা পৃথিবীর অন্যতম বৃহৎ ও  বিখ্যাত সর্দার সরোবর ড্যাম।

এইসব জানা সত্ত্বেও যে গুরুত্বপূর্ণ তথ্যটা আমি জানতাম না তা হচ্ছে নর্মদা নদীর উৎপত্তিস্থল হল অমরকন্টক।

তপোভূমি নর্মদা বইতে শ্রী শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রীজী নর্মদাকে আমাদের কাছে এক অন্যরকম রূপে উপস্থাপন করেছেন। নর্মদার আধ্যাত্মিক রূপ, পবিত্র রূপ, মাতৃ রূপ ও মোক্ষদা রূপ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। আসলে এই বইটা হল লেখকের ছ' বছর ধরে নর্মদা পরিক্রমার বিস্তারিত বিবরণ। এর সাতটি খন্ড। প্রথম পাঁচটিকে একত্র করে নাম রাখা হয়েছে উত্তরতট। বাকি দুটো খন্ড মিলে দক্ষিণতট। উত্তরতট সম্পূর্ণ শেষ করার আগেই আমার মনের মধ্যে একটা বিরাট পরিবর্তন হয়ে গেল। নর্মদা আমার কাছে আর নিছক নদী রইল না। মা হয়ে গেল। মা নর্মদা।

আর আমার তর সইছিল না। মা নর্মদা কে দর্শন করার জন্য ব্যাকুল হয়ে উঠছিলাম। শেষমেষ কেটেই ফেললাম টিকিট।


(ক্রমশঃ)

Please comment and share if you like it.

Comments

  1. খুব সুন্দর,না জানা তথ্য আজ জানতে পারলাম ।

    ReplyDelete
  2. অনেকদিন পর আপনার লেখা পড়ে মন ভরে গেল

    ReplyDelete
  3. A History of Slots - Oklahoma's Best Casinos
    The Casino is known for its friendly 꽁머니 지급 staff and excellent slot games. They have 프로즌 먹튀 the best slots and 장원도메인 roulette for you and a 토토 사이트 추천 good range of table games and live 토토 사이트 홍보 게시판

    ReplyDelete

Post a Comment

Popular Posts